শিরোনাম
◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো..

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৯:৩০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত চুপ থাকা যায়: পরীমনি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় পুরো দেশের মানুষ ক্ষুব্ধ-শোকাহত। এই আন্দোলন ঘিরে গত কয়েক দিনে সাধারণ শিক্ষার্থীদের হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রতিবাদী ভূমিকা রেখেছেন অনেক শোবিজ তারকা। তাদের অন্যতম ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।

[৩] বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। ক্যাপশনে লেখেন- ‘শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ছে! কত চুপ থাকা যায় আর। চিৎকার করে কান্না আসছে।’

[৪] ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনে একজন শিক্ষিকার ওপর চড়াও হয়েছেন বেশ কয়েকজন হামলাকারী। এ সময় ওই শিক্ষিকা তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা মারেন নাই! এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই!’

[৫] তখন হামলাকারীদের একজন ওই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে কটূক্তি করেন। এতে ক্ষিপ্ত শিক্ষিকা তাকে ‘রাজাকার’ বলতে নিষেধ করেন। এরপর সেখানে থাকা দুই পুলিশ কর্মকর্তা ওই শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

[৬] ২ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে ক্ষুব্ধ পরীমনি লিখেছেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপায়ে পড়তেছে! তাও একজন শিক্ষিকার উপর! কত চুপ থাকা যায় আর, সরি। চিৎকার করে কান্না আসতেছে। আল্লাহ, তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়