শিরোনাম
◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৯:৩০ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কত চুপ থাকা যায়: পরীমনি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় পুরো দেশের মানুষ ক্ষুব্ধ-শোকাহত। এই আন্দোলন ঘিরে গত কয়েক দিনে সাধারণ শিক্ষার্থীদের হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রতিবাদী ভূমিকা রেখেছেন অনেক শোবিজ তারকা। তাদের অন্যতম ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।

[৩] বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন নায়িকা। ক্যাপশনে লেখেন- ‘শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ছে! কত চুপ থাকা যায় আর। চিৎকার করে কান্না আসছে।’

[৪] ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনে একজন শিক্ষিকার ওপর চড়াও হয়েছেন বেশ কয়েকজন হামলাকারী। এ সময় ওই শিক্ষিকা তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা মারেন নাই! এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই!’

[৫] তখন হামলাকারীদের একজন ওই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে কটূক্তি করেন। এতে ক্ষিপ্ত শিক্ষিকা তাকে ‘রাজাকার’ বলতে নিষেধ করেন। এরপর সেখানে থাকা দুই পুলিশ কর্মকর্তা ওই শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

[৬] ২ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিও শেয়ার করে ক্যাপশনে ক্ষুব্ধ পরীমনি লিখেছেন, ‘ছি ছি ছি। থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কীভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাঁপায়ে পড়তেছে! তাও একজন শিক্ষিকার উপর! কত চুপ থাকা যায় আর, সরি। চিৎকার করে কান্না আসতেছে। আল্লাহ, তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়