শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৪ মে, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৪, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ভর্তি অভিনেত্রী শমিতা শেঠি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড অভিনেত্রী শমিতা শেঠি এন্ডোমেট্রিওসিস সমস্যায় ভুগছেন। সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। মঙ্গলবার (১৪ মে) শমিতা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার খবর জানান। এ ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। ক্যামেরার পেছন থেকে কথা বলছেন তার বোন শিল্পা শেঠি। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ভিডিওটি ধারণ করা হয়।

[৩] ভিডিওর ক্যাপশনে শমিতা শেঠি লেখেন, ‘আপনি কি জানেন, ৪০ শতাংশ নারী এন্ডোমেট্রিওসিস সমস্যায় ভোগেন? অধিকাংশ নারী এ রোগ নিয়ে উদাসীন! আমি আমার দুই চিকিৎসককে ধন্যবাদ জানাতে চাই। গাইনোলজির ডা. নীতা ওয়ার্তি এবং ডা. সুনীতা ব্যানার্জি ততক্ষণ পর্যন্ত থামেননি, যতক্ষণ আমার ব্যথার মূল কারণ খুঁজে বের করতে পারেননি। অস্ত্রোপচারের মাধ্যমে এটি কেটে ফেলা হয়েছে। আমি ভালো স্বাস্থ্যের জন্য অপেক্ষা করছি। আমি এখন ব্যথামুক্ত।’

[৪] ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর শমিতার সুস্থতার জন্য প্রার্থনা করছেন সহশিল্পী ও ভক্ত-অনুরাগীরা।

[৫] উল্লেখ্য, ২০০০ সালে ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শমিতা শেঠি। এতে সহশিল্পী হিসেবে পেয়েছিলে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, উদয় চোপড়ার মতো তারকাদের। তবে অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি শমিতা। তার অভিনীত একাধিক সিনেমা ব্যর্থ হওয়ার পর ‘বিগ বস নাইন’, ‘ঝালাক দিখলা যা এইট’, ‘ফেয়ার ফ্যাক্টর: খাতড়ো কে খিলাড়ি নাইন’ রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য টেন্যান্ট’। গত বছর মুক্তি পায় এটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়