মনিরুল ইসলাম: [২] মোনা: জিন-২ সিনেমার ২য় অফিসিয়াল পোস্টার আজ শুত্রুবার পোস্টার প্রকাশ হয়েছে।
[৩] আজ শুত্রুবার রাতে জাজ মাল্টিমিডিয়ার পেইজে এই অফিসিয়াল পোষ্টারটি প্রকাশ করা হয়। এর আগে প্রঢ্থম অফিসিয়াল পোষ্টার প্রকাশ পায়। পোষ্টারটি সাড়া জাগায়। এবার প্রকাশ পেলো ২য় অফিসিয়াল পোষ্টার। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, মোনা: জিন-২ একজন জিনের প্রতিশোধের গল্প। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে মোনার চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প।
[৪] সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। আসন্ন রোজার ঈদে মোনা মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বদলে গেছে নাম। মোনা হয়ে গেছে ‘মোনা: জিন-২।
[৫] সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।