এম এম লিংকন: [২] এ সব ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে দুদিন, ভোটের দিন এবং ভোটের পরে আরও দুদিন দায়িত্ব পালন করবেন।
[৩] নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান বলেন, ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধের সংক্ষিপ্ত বিচার করবেন তারা। এই দণ্ডগুলো একটু বেশি, তিন থেকে সাত বছর আছে।
[৪] শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
[৫] মাহবুবার রহমান বলেন, আমরা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে রিকুইজিশন দিয়েছি।
[৬] দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। সম্পাদনা: তারিক আল বান্না
এমএমএল/টিএবি/এনএইচ