এম এম লিংকন: [২] দ্বাদশ সংসদের মেয়াদ খুব থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় এই দুটি উপ-নির্বাচন হতে যাচ্ছে। কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। ব্যালট পেপারে মাধ্যমে আসন দুটিতে ভোট গ্রহণ করবে কমিশন।
[৩] মঙ্গলবার (৩ অক্টেবর) রাজধানীর নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা সচিব জাহাংগীর আলম। এরআগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
[৪] জাতীয় সংসদের কোন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে হিসেবে এই দুই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হতো ২৮ ডিসেম্বরের মধ্যে।
[৫] ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল ৩০ সেপ্টেম্বর মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়।
[৬] সবশেষ নাটোর-৪ উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
[৭] এদিকে, সংবিধান অনুযায়ী, ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনের সময় গণনা শুরু হবে ১ নভেম্বর।
[৮] ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঈঙ্গিত দিয়েছেন কমিশন। এ লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সম্পাদনা: তারিক আল বান্না
এমএমএল/টিএবি/একে