শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৭:২১ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ নভেম্বর লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার দুটি শূন্য আসনে ভোট  

এম এম লিংকন: [২] দ্বাদশ সংসদের মেয়াদ খুব থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় এই দুটি উপ-নির্বাচন হতে যাচ্ছে। কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। ব্যালট পেপারে মাধ্যমে আসন দুটিতে ভোট গ্রহণ করবে কমিশন।  

[৩] মঙ্গলবার (৩ অক্টেবর) রাজধানীর নির্বাচন ভবনে কমিশন সভা শেষে  ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা সচিব জাহাংগীর আলম। এরআগে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।

[৪] জাতীয় সংসদের কোন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। সে হিসেবে এই দুই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করতে হতো ২৮ ডিসেম্বরের মধ্যে।

[৫] ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল ৩০ সেপ্টেম্বর মারা যাওয়ায় আসন দুটি শূন্য হয়।

[৬] সবশেষ নাটোর-৪ উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

[৭] এদিকে, সংবিধান অনুযায়ী, ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনের সময় গণনা শুরু হবে ১ নভেম্বর।

[৮] ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঈঙ্গিত দিয়েছেন কমিশন। এ লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সম্পাদনা: তারিক আল বান্না

এমএমএল/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়