এম এম লিংকন: [২] এই সংস্থাগুলো জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন পাঁচ বছরের জন্য পর্যবেক্ষণ করতে পারবে। এছাড়া দুটি সংস্থার নামের সঙ্গে অন্য সংস্থার নামের মিল থাকায় সেই দুটির বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষা করছে কমিশন। একই সঙ্গে পর্যবেক্ষক সংস্থা বাড়াতে নতুন আবেদনও আহ্বান করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ইসি।
[৩] এদিকে আরো পর্যবেক্ষক সংস্থা বাড়াতে নিবন্ধনে আগ্রহী বেসরকারি সংস্থাগুলোকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলেছে ইসি। নির্ধারিত ফরমে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় (কক্ষ নং-১০৫) এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
[৪] প্রথম ধাপে নির্ধারিত সময়ের মধ্যে ১৯৯টি ও পরে ১১টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হওয়ার আবেদন করে ইসিতে। ৮ আগস্ট প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬৮টি সংস্থার তালিকা প্রকাশ করে আপত্তি আহ্বান করে সংস্থাটি। ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। এর আগে ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। সম্পাদনা: এল আর বাদল
এমএমএল/এলআরবি/এনএইচ