সালেহ্ বিপ্লব: [২] সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (অব.) বুধবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। নাগরিক সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক এবং নির্বাচন বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
[৩] জামালপুরের ডিসির প্রসঙ্গ তুলে সাখাওয়াত হোসেন ইসির উদ্দেশ্যে বলেন, এই কর্মকর্তা আওয়ামী লীগের জন্যে ভোট দিতে মানুষকে অঙ্গীকার করতে বলেছেন। এসব ডিসিদের বিরুদ্ধে আপানাদের সিদ্ধান্ত নিতে হবে- কী করবেন, কীভাবে কাজ করবেন।
[৪] সাবেক নির্বাচন কমিশনার বলেন, এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারেন। একজন ডিসিকেই রিটার্নিং করাতে হবে, বিষয়টি এমন নয়।
[৫] তিনি কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনাদের হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। আপনারা একা সিদ্ধান্ত নেবেন। কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না। অতীতের ভুলগুলো শুধরাবেন।
[৬] সভায় অংশ নেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ূন কবীর, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ও অজয় দাস গুপ্ত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, গাজী টিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান এবং আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার।