শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ১০:৩০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ১০:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সিদ্ধান্ত

এম এম লিংকন: এদিন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন সভায় সম্প্রতি শূণ্য ঘোষিত আসনটির উপনির্বাচন নিয়ে আলোচনা করবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি জানা যায়। 

 কমিশন সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২০-তম এই কমিশন সভাটি বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এছাড়া এ সভায় আরো আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে; বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভোটার নিব্নধন কার্যক্রম বিষয়ে Standard Operating Prosidure ( SOP) অনুমোদন, জাতীয় পরিচয়পত্র ( এনআইডি ) সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত (SOP)  সংশোধণ, ডাটা সেন্টারের বিকল্প Disaster Recovery Site ( DRS) স্থাপন এবং বিবিধ বিষয়ে সভায় আলোচনা করবে কমিশন। 

সংসদ সচিবালয়ের সচিব কে.এম. আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ- সদস্য আফছারুল আমীন ২ জুন ২০২৩ তারিখ অপরাহে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানান, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

মৃত্যুর আগ পর্যন্ত আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি দেশ-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএল/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়