শিরোনাম
◈ আমেরিকায় বাংলাদেশি হাবিব নুরের সফলতার গল্প: বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা ◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:২৩ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধ্যমিক স্তরে ১৫ বছরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, ব্যয় ১৩৫ কোটি টাকারও বেশি

ছবি: সংগৃহীত

এ কে আজাদ: [২] চলতি বছর বিনামূল্যে ১৭ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১৯১টি পাঠ্যবই দেওয়া হবে মাধ্যমিক শিক্ষার্থীদের। সরকার বিগত ১৫ বছরে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের মাঝে ১৩৫ কোটি ৫২ লাখ ৬৯ হাজার ৬২৬টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছে। 

[৩] এরমধ্যে গত ১৪ বছরে মোট পাঠ্যবই বিতরণ করা হয়েছে ১১৭ কোটি ৬৬ লাখ ১৩ হাজার ৪৩৫ কপি। ১২৩ কোটি ৬৭১ লাখ ৭০৪ জন শিক্ষার্থীর মাঝে এসব বই বিতরণ করা হয়েছে। এসব পাঠ্যবই প্রণয়ন ও মুদ্রণে সরকারের মোট ব্যয় হয়েছে ৭৩১৪ কোটি ২৪ হাজার ৭৩৩ টাকা। চলতি বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে ১৭ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১৯১টি পাঠ্যবই। এই বই প্রণয়ণ, মুদ্রণ ও বিতরণে সরকারের ব্যয় ধরা হয়েছে হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

[৪] বিনামূল্যে পাঠ্যবই দেওয়ার কারণে দেশের বিদ্যালয়ে শিক্ষার্থী অংশগ্রহণ (এনরোলমেন্ট) বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৯ শতাংশ। একই সঙ্গে বছরের প্রথম মাসে বই পাওয়ায় শ্রেণি পাঠদানে পরিবর্তন এসেছে। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, ‘বিন্যামূল্যে সরকারের পাঠ্যবই বিতরণ শুরু করা হয় শিক্ষার হার বাড়ানোর লক্ষ্য নিয়ে। প্রথম দিকে ২০১৪-১৫ সালের দিকে শিক্ষার্থী-এনরোলমেন্ট এতটাই বেড়েছিল যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জায়গা দেওয়ার সমস্যা হচ্ছিল। সে কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সেকশন বাড়াতে হয়েছে, শিফট চালু করতে হয়েছে। এর মাধ্যমে সরকারের মূল লক্ষ্য ‘সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা’- সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বছরের প্রথম দিকে বই দেওয়ার কারণে বছরের শুরুতে শ্রেণি পাঠদানে আর বিলম্ব হয় না। আগে তিন থেকে চার মাস পর ক্লাস শুরু হলেও এখন জানুয়ারি থেকে ক্লাস শুরু করা যাচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই ও আদিবাসীদের মাতৃভাষার বই দেওয়ার কারণে সেখানেও এনরোলমেন্ট বেড়েছে। সার্বিকভাবে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহন বেড়েছে। 

[৫] এ বছর মাধ্যমিক স্কুলের ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭টি পাঠ্যবই। দাখিল ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই। ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১১ লাখ ৭২ হাজার ৫৭টি পাঠ্যবই। কারিগরি ট্রেডের শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ জন শিক্ষার্থীকে ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি পাঠ্য বই, এসএসসি ভোকেশনাল ৬ হাজার ১৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৭৯ হাজার ২৯৫টি পাঠ্য বই, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ৭২৮টি বই। 

[৬] সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষাকে মানসম্মত, সর্বব্যাপী ও ফলপ্রসূ করার লক্ষ্যে ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি বছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ উদযাপনের মাধ্যমে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

[৭] শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসব তথ্য জানায়। সম্পাদনা: সমর চক্রবর্তী

একেএ/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়