শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনাগরিক তৈরি করতে শিক্ষার সাথে সংস্কৃতির মিশ্রণ অপরিহার্য: প্রফেসর শাহ্ আজম 

হাবিবুর রহমান: ইউএনডিপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন কর্তৃক যৌথভাবে আয়োজিত সারাদেশব্যাপী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ-এর রাজশাহী অঞ্চলের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী অঞ্চলের ৮টি দল অংশগ্রহণ করে। চুড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে Peace campaign of RUBDS নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি প্রতিনিধি দল রিলেজিয়াস হারমোনি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কার্যকরী একটি আইডিয়া উপস্থাপন করেন।

এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন আনন্দ ঘোষ, মো. শাহাদাত হোসেন, শারমিন সুলতানা ও শাওন সরকার। এরা প্রত্যেকেই ডিবেটিং সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য। 

চুড়ান্ত পর্বের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের আলোকে অত্যাধুনিক ও গুণগত মানের শিক্ষাদান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। তথাপি তথ্য-প্রযুক্তির যুগে এই ধরনের প্রোগ্রামকে অস্বীকার করা যায় না। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার যে জাতীয় লক্ষ্য সেটি অর্জন সম্ভব হবে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে চির অম্লান ও বাঙালি সংস্কৃতিকে জনপ্রিয় করা এবং মানুষের হৃদয়ে ধারণ করবার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরে বাংলাদেশের প্রথম সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, তরুণদের মধ্যে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করার একটি অভিভাষা ব্যক্ত হয়েছে। আমাদের যুব সম্প্রদায়ের যে ছন্দময় পথ চলা, আমরা প্রত্যাশা করি তাদের এই পথ চলা যেন নির্বিঘ্ন হয়।

উপাচার্য আরও বলেন, ডিজিটাল কর্মতৎপরতাকে প্রমোট করার ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষনা দিয়ে যাচ্ছে। টেকনোলজি ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের সতর্ক হবার পরামর্শ দিয়ে তিনি বলেন, ইন্টারনেটের হুমকিকে পরিহার করতে হবে এবং নিজেদের নিজস্বতাকে সামনের দিকে বেগবান করবার জন্যই অনলাইন প্রযুক্তিকে ব্যবহার ও গ্রহণ করতে হবে। 

তিনি বলেন, সততাকে ধারণ করে কঠোর পরিশ্রমী হয়ে নিজের সংস্কৃতিকে ধারণ করতে পারলেই উন্নয়ন ফলপ্রসু হবে। দেশ গঠনের জন্য সুনাগরিক ও সক্ষম নাগরিক প্রয়োজন, সুনাগরিক তৈরি করতে শিক্ষার সাথে সংস্কৃতির মিশ্রণ অপরিহার্য। সুতরাং সংস্কৃতির মিশ্রিত শিক্ষাই আমাদের উন্নয়নের সারথী।

এবিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা অনুভব করি সে সমস্যাগুলোকে সমাধানের জন্য তরুণদের মধ্য থেকে নতুন নতুন আইডিয়া নিয়ে আসার যে প্রচেষ্টা সেটি আসলেই প্রশংসার দাবিদার। আমি মনে করি তরুণরাই এই সমস্যাগুলোর সবচেয়ে কাছ থেকে অনুভব করে তাই তারাই পারবে এর যথোপযুক্ত সমাধান দিতে এবং তারাই পারবে সমস্যাগুলোকে মোকাবেলায় প্রত্যক্ষ ভূমিকা রাখতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইনফরমেশন ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোঃ আবু সাঈদ। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (PTIB) এর প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকুনুজ্জামান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়