জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
[৩] গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম। মডারেটর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাদিয়া ইসলাম ইফতিকে আহ্বায়ক এবং মো. মিনহাজুল ইসলাম, মো. রেজোয়ান কবীর রিজভী, মো. আরিফুজ্জামান খান, মো. বেলায়েত হোসেন, মো. আমানুল হাসনাত সাকিব, মো. শামছ্ হাসান সাজিদকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
[৪] এসময় ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের উপস্থিতিতে সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
[৫] ওই সাধারণ সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অসুস্থ থাকায় তার আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
প্রতিনিধি/এইচএ