শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০১:২৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৩, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন মানিকগঞ্জের মেয়ে নিশান

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২২-২০২৩ সেশনে "ক" ইউনিটে মানবিক বিভাগে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছেন মানিকগঞ্জের মেয়ে শাহরিন শাহরিয়ার নিশান। তার প্রাপ্ত নম্বর হলো ৯৬.৭৫। 

শাহরিন শাহরিয়ার নিশান বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া। ভাবিনি এতোটা ভালো রেজাল্ট করবো। শিক্ষকদের গাইডলাইন অনুযায়ী লেখাপড়া করেছি। মা বাবা দোয়া করেছেন। নিজে পরিশ্রম করে চেষ্টা করেছি। এ ফলাফল নিয়ে আমি খুব খুশি। আগামী দিনের জন্য সকলের কাছে দোয়া চাই। 

প্যারাগন কোচিং মানিকগঞ্জ শাখার পরিচালক আবু ফাহাদ বলেন, নিশান অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। সে মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে (মাধ্যমিক) জিপিএ-৫ এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকেও এইচএসসি (উচ্চ মাধ্যমিক) মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাকে (নিশান) নিয়ে আমরা আশাবাদী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাস করবে। তবে মেধা তালিকায় দ্বিতীয় হওয়ার প্যারাগন কোচিং এর সবাই খুবি আনন্দিত ও খুশি। নিশানের শিক্ষা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সে (নিশান) আমাদের মানিকগঞ্জের গর্ব।

এ বিষয়ে  নিশানের মা আফরোজা বেগম বলেন, মহান আল্লাহর নিকট লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সহায় ছিল বলেই এতো বড় প্রাপ্তি সম্ভব হয়েছে। আমার মেয়ে অনেক চেষ্টা করছে, পরিশ্রম করেছে। ওর পরিশ্রমের ফল পেয়েছে। আমার মেয়ে নিশান ঢাবি'র ক ইউনিটে (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছে। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমরা সবাই অনেক খুশি। নিশান ছোট বেলা থেকেই মেধাবী, ও এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আমার মেয়েরও ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করবে, আল্লাহ ওর মনের ইচ্ছা পূরণ করেছেন। নিশান অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে বলেই ঢাবিতে চান্স পেয়েছে।

তিনি আরও বলেন, আমার মেয়ে ঢাবি থেকে অনার্স শেষ করে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে দেশের বাহিরে যেতে চায় এবং জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করার অনেক ইচ্ছা আছে। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, সেই দিক থেকে আজকে নিজেকে সফল মা হিসেবে মনে হচ্ছে।

নিশানের বাবা রেজা শাহরিয়ার ইমরোজ আহমেদ বলেন, নিশানের নিজে পরিশ্রম করে। অভিভাবক হিসেবে আমরা শুধু দিক নির্দেশনা দিয়েছি৷ তার পছন্দ অনুযায়ী লেখাপড়া করতে দিয়েছি। তার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছি। 

নিশানের মা আফরোজা বেগম মানিকগঞ্জ সদর উপজেলার ২৫ নং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং তার বাবা রেজা শাহরিয়ার ইমরোজ আহমেদ মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী পেশায় আছেন। মানিকগঞ্জ জেলা শহরেই তাদের বাড়ি।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়