শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৯:৩১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের পুরষ্কার জিতলো রওনাকুরের চলচ্চিত্র

রওনাকুর

অপূর্ব চৌধুরী, জবি: মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ফেস্টে দর্শক প্রিয়তার পুরষ্কার জিতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনাকুর সালেহিনের তিন মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'এইচআইভি গার্ল'। রওনাকুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। 

মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত ফিল্ম ফেস্ট 'ভিডিও কন্টেন্ট ফেস্ট থ্রি জেনারেশন'। যারা তাদের দেশ ও বিশ্বের জন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গুলো নিয়ে ভিজ্যুয়াল কাজ করে এবং সুস্থ পৃথিবী ও সামাজিক পরিবেশ গড়তে মানুষকে নানা পরিবর্তনে প্রভাবিত করে।

 অন্যান্য বছরের ধারাবাহিকতায় এছরও 'থ্রি জেনারেশন' তাদের উৎসব আয়োজন করলে ১৪১ টি চলচ্চিত্রের মাঝে ১১টি চলচ্চিত্র ফাইনালিস্ট হয়। তার মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রওনাকুর সালেহীনের নির্মিত সাড়ে ৩ মিনিটের এক্সপেরিমেন্টাল চলচ্চিত্র 'এইচআইভি গার্ল'। অর্থাৎ ১১টি চলচ্চিত্রের মধ্যে স্থান করে নেয় এটি। গত ২৫ এপ্রিল দর্শক পছন্দের পুরুস্কার অর্জন করে রওনাকুরের এই চলচ্চিত্রটি।

চলচ্চিত্রে দেখানো হয়েছে একজন মেয়ে এইচআইভি আক্রান্ত। যেখানে সে তার নিজের গল্প বর্ণনা করছে পেইন্টিং এর মাধ্যমে। আর কেন সে এইআইভি আক্রান্ত তাও বিস্তারিত পেইন্টিং এর মাধ্যমে ব্যাখা করা হয়। হরর সাফুকেশন বিজিএম এবং অদ্ভুত সাউন্ড ডিজাইনের মাধ্যমে সাড়ে তিন মিনিটের এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। চলচ্চিত্রের পেইন্টিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন নুর-এ-জান্নাত এবং অভিনয়ে ছিলো তাহামিনা হক এনি। চিত্রনাট্য, চিত্রগ্রহণ ও পোস্টপ্রোডাকশন ছাড়াও চলচ্চিত্রটি পরিচালনা করেন রওনাকুর সালেহীন।

এ বিষয়ে রওনাকুর সালেহীন বলেন, দেশের বাহিরে পুরস্কার অর্জন এটা সত্যি একজন নির্মাতার জন্য অনেক আনন্দের৷ আর সেটা যদি যুক্তরাষ্ট্রের মত কোন দেশ থেকে দর্শক এওয়ার্ড সেটি সত্যিই আনন্দের মাত্রা অনেকাংশ বাড়িয়ে দেয়। এবস্ট্রাক এবং এবিউস ফটো পেইন্টিং পোট্রের্টভিত্তিক নির্মিত আমার এই চলচ্চিত্রের ছোট একটি বার্তা হচ্ছে, মানুষ শরীরে নানা রোগ নিয়েও বেঁচে থাকতে পারে,যদি তার মনোবল শক্তি প্রকট থাকে।

রওনাকুর সালেহীন বাংলাদেশের একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার, গীতিকার ও লেখক হিসেবে কাজ করছেন। বর্তমানে তার নির্মিত চলচ্চিত্র দেশের ওটিটিতে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন ফিল্ম ফ্যাস্টিভলের ফ্যাসিলেটর ও জুড়ি হিসেবেও কাজ করছেন।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়