শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষার শেষ দিনে অনুপস্থিত সাড়ে ১৬ হাজার, বহিষ্কার ৮

শহীদুল ইসলাম: এ বছরের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে। রোববার স্থগিত হওয়া তত্ত্বীয় পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে পরীক্ষা শেষ হল। সারাদেশের সাধারণ ৯টি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে রোববার ১৬ হাজার ৫৫৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ও ৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। অনুপস্থিতির হার ১ দশমিক ৪৩ শতাংশ ছিল। পরীক্ষা শেষে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এসব তথ্য জানানো হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

বোর্ড থেকে পাঠানো তথ্যে জানা যায়, রোববার সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও স্থগিত পরীক্ষা এ দিন আয়োজন করা হয়। 
এতে দেখা গেছে, ঢাকা বোর্ডের ৪ হাজার ৩৭০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭০৭ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ২০ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৪ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৫৯১ জন, সিলেট বোর্ডে ৯৭৫ জন, বরিশাল বোর্ডে ৯৭৭ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৭৩৫ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে এদিন ১১১ জন অনুপস্থিত ছিলেন।

এদিকে ১০ বোর্ডে বহিষ্কার ৮ জনের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে একজন, কুমিল্লায় একজন ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ছয় জন শিক্ষার্থী রয়েছে। এদিন কোন পরিদর্শক বা শিক্ষক বহিষ্কার হননি।

এর আগে, ৩০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। আগামী ৩০ মে ব্যবহারিক পরীক্ষা দিয়ে পুরোপুরি শেষ হবে ২০২৩ সালের পরীক্ষা। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়