শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৯:০৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে ভর্তির সনদ ও কাগজপত্র জমা ৯ ফেব্রুয়ারির মধ্যে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের সনদপত্র ও নির্ধারিত কাগজপত্র নিজ নিজ বিভাগ এবং ইনস্টিটিউটে জমা দিতে হবে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে শিক্ষার্থীদের।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেন। এর পূর্বে গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক স্বাক্ষরিত প্রবেশ পত্র, অনলাইন (http://admission.jnu.ac.bd/) থেকে প্রিন্টকৃত ফরম, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি কিংবা সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি এবং এইচএসসি কিংবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ও প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। ফাঁকা আসন পূরণে এ পর্যন্ত ৯টি মেধা তালিকা প্রকাশ করা হলেও আসন পরিপূর্ণ হয়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়