জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে এসে জালিয়াতি অভিযোগে করায় এক ঢাবি শিক্ষার্থীসহ তিনজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২য় ও ৩য় শিফটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের পর বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, আটক ওই পরীক্ষার্থীরা হলেন সাদিয়া আমির মাহি, রাফি হোসেন সাজিদ এবং মো. এহসানুল হক। এর মধ্যে সাদিয়া আমির মাহি চট্টগ্রামের বহদ্দারহাটের বাসিন্দা এবং আমির হোসেন জুয়েলের মেয়ে। তিনি ‘বি’ ইউনিটের ২য় (সকাল ১০টা ২৫ থেকে ১১টা ২৫) শিফটে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন হলে পরীক্ষার চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার করে চ্যাটজিপিটির সাহায্যে উত্তরপত্র পূরণের করতে গিয়ে দায়িত্বশীল শিক্ষকের কাছে হাতেনাতে ধরা পড়েন।
এর পরবর্তীতে একই ইউনিটের (বি) তৃতীয় শিফটে (বেলা ১১টা৫০ থেকে ১২টা ৫০) বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২৩-২৪ সেশনের ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী এহসানুল হক রাফি হোসেন সাজিত নামের এক শিক্ষার্থীর পরীক্ষা প্রক্সি দিতে এসে সেখানে দায়িত্বশীল শিক্ষকদের কাছে ধরা পড়েন। প্রক্সি দিতে আসা এহসানুল হকের বাড়ি বগুড়ার আশোকোলা গ্রামে এবং রাফি হোসেন সাজিদের (যার পরিক্ষা) বাড়ি গাইবান্ধার পলাশপাড়া গ্রামে।
এতে তাদের অপরাধের মাত্রা আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরবর্তীতে তাদের উভয়কে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ভর্তিচ্ছুর ছবি পরিবর্তন করে তার পরবর্তী অন্য আরেকজন ভর্তি পরীক্ষায় অংশ নিলে পরীক্ষা পরিদর্শক তা শনাক্ত করে। পরবর্তীতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরীক্ষায় প্রক্সির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ব্লক করে দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
অপরদিকে, সাদিয়া আমির মাহির বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার উত্তরপত্র ও রোল নাম্বার বাতিল করা হয় এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রদানের সুপারিশ করা হয়।
উল্লেখ্য, সোমবার ২২ ডিসেম্বর ‘বি’ ইউনিটভূক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও ‘ই’ ইউনিটভূক্ত বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: ইত্তেফাক