ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিক্ষোভ উত্তাল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। হত্যাকারীর বিচারের পাশাপাশি আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যের করব রচনার দাবি তুলেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টায় শুরু হওয়া বিক্ষোভে এ দাবি জানানো হয়।
রাকসু ভিপি মোস্তাকুর জাহিদ বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামী যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে যাওয়া এক নির্ভীক সৈনিক। তার মৃত্যু নেই। ফ্যাসিবাদীরা তাকে হত্যা করে যদি মনে করে এই সংগ্রাম শেষ হবে, তাহলে ভুল। এদেশে লাখো হাদি তৈরি হয়ে গেছে। আমরা হাদি হবো, হাদিরা কখনো মরে না। এই সংগ্রাম চলবে।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে বিক্ষোভ নিয়ে শহিদ জোহা চত্বরে জমায়েত হন। এ সময়- তুমি কে আমি কে 'হাদি হাদি'; আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না; ভারতের দালাল'রা হুঁশিয়ার-সাবধান; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেন তারা।
গত ১২ ডিসেম্বর রাজধানীতে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।