শিরোনাম
◈ রাজনৈতিক ঐকমত্য জরুরি: কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে? ◈ সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: পোলিং এজেন্ট নিয়ে যে অভিযোগ জানালেন উমামা ফাতেমা (ভিডিও)

কেন্দ্রের ভেতরে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ‘পোলিং এজেন্ট সংক্রান্তও অনেক ঝামেলা হয়েছে। এগুলো নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন যে, এখানে কতটা লেভেল ফ্লেয়িং ফিল্ড আছে কতটুকু পরিমাণে, আবার সাবোট্যাজ হয় কি না, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

মঙ্গলবার সকালে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব অভিযোগ করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, ‘প্রার্থীদের তো কেন্দ্রের ভেতরে যাওয়ার কথা না, প্রার্থীরা অনেক ক্ষেত্রে যাচ্ছেন। প্রার্থীরা অনেকে ব্যক্তিগতভাবে যাচ্ছেন ছেলেদের হলগুলোর কেন্দ্রে, পোস্টার লিফলেট এগুলো বিলি হচ্ছে। আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন।’

এর আগে এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এবারের ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৬৩৯ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়