শিরোনাম
◈ রাজনৈতিক ঐকমত্য জরুরি: কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে? ◈ সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি বদলে যাচ্ছে , আসছে নতুন নিয়ম

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে দেশের ১৫০টি উপজেলায় মিডডে মিল কার্যক্রম চালু হবে বলেও তিনি জানিয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মোট ৩৬৫ দিনের মধ্যে ১৮০ দিন খোলা থাকে। এতে অপ্রয়োজনীয় ছুটি অনেক বেশি থেকে যাচ্ছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, “পড়াশোনা কতদিন হচ্ছে, সেটাই আসল বিষয়। অনেক অপ্রয়োজনীয় ছুটি আছে, সেগুলো কমিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়ন করা হবে।”

এ সময় তিনি জানান, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে দেশের ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিডডে মিল চালু হবে। প্রতিদিন শিক্ষার্থীরা ডিম, মৌসুমি ফল, ফোর্টিফায়েড বিস্কুট, দুধ এবং ইউএসডি মিলসহ পাঁচ ধরনের খাবার পাবে।

এদিকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ প্রতিবেদনে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ বলা হলেও বাস্তবে এ হার আরও কম হতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তার মতে, দেশের প্রায় ২২.১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর।

সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “তাদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়