শিরোনাম
◈ জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির ৬১ কর্মকর্তার বদলি ◈ জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ◈ বরিশালে ছাত্রদল শিবির সংঘর্ষ আহত ২৫ ◈ হংকংয়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের ◈ আসন্ন বিশ্বকাপের ম্যাচ অফিশিয়াল সবাই নারী, আছেন বাংলাদেশের জেসিও ◈ আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে: প্রধান উপদেষ্টা ◈ পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত সরকারের ◈ এবার বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ৪ শতাধিক ◈ সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না: সালাহউদ্দিন ◈ যুদ্ধের প্রস্তুতি, নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিল কাতার! (ভিডিও)

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি বদলে যাচ্ছে , আসছে নতুন নিয়ম

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে দেশের ১৫০টি উপজেলায় মিডডে মিল কার্যক্রম চালু হবে বলেও তিনি জানিয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মোট ৩৬৫ দিনের মধ্যে ১৮০ দিন খোলা থাকে। এতে অপ্রয়োজনীয় ছুটি অনেক বেশি থেকে যাচ্ছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, “পড়াশোনা কতদিন হচ্ছে, সেটাই আসল বিষয়। অনেক অপ্রয়োজনীয় ছুটি আছে, সেগুলো কমিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়ন করা হবে।”

এ সময় তিনি জানান, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে দেশের ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিডডে মিল চালু হবে। প্রতিদিন শিক্ষার্থীরা ডিম, মৌসুমি ফল, ফোর্টিফায়েড বিস্কুট, দুধ এবং ইউএসডি মিলসহ পাঁচ ধরনের খাবার পাবে।

এদিকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ প্রতিবেদনে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ বলা হলেও বাস্তবে এ হার আরও কম হতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তার মতে, দেশের প্রায় ২২.১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর।

সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “তাদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়