শিরোনাম
◈ আমনুরা রেলওয়ে জংশনে তেলবাহী বগি লাইনচ্যুত, রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না: ড. মুহাম্মদ ইউনূস ◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৫, ০১:৩১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবি সমাজকর্মের শিফা

বিশ্বের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক এই শিক্ষার্থী স্থান করে নিয়েছেন বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায়। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’-এর অধীন প্রতিষ্ঠান অবনিন্সক টেক একাডেমি তাঁকে ‘ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ’ ক্যাটাগরিতে মনোনীত করেছে।

সারা বিশ্বের আবেদনকারীদের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হন তিনি। তার পেশাগত অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, অর্জিত পুরস্কার-স্বীকৃতি এবং গবেষণাকর্ম ছিল নির্বাচনের মূল ভিত্তি। নির্বাচিত ৫০ নারী নেত্রী রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং ফিমেল লিডারশিপ ক্যাম্পে অংশ নেবেন, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসবেন ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী।

শিফা একসময় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কাজ করেছেন ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশে রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে গ্রান্ট অ্যাকুইজিশন ম্যানেজমেন্টের লিড প্রোগ্রাম অফিসার হিসেবে। বর্তমানে তরুণদের সফট স্কিল ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে কাজ করছেন এবং প্রতিষ্ঠা করেছেন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ নামের সংগঠন।

তিনি একাধিকবার রাশিয়াসহ নানা দেশে আন্তর্জাতিক সম্মেলন ও সামিটে যোগ দিয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সোচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভালে বাংলাদেশের ৮৫ তরুণ-তরুণীর সঙ্গে অংশ নেন। ২০২৪ সালে মস্কোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চিলড্রেনস কমিটিতে বাংলাদেশের হেড হিসেবে নেতৃত্ব দেন। এছাড়া রাশিয়ার ওরেনবুর্গে ইউরেশিয়া গ্লোবাল সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন।

২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্পিচ কনটেস্ট চ্যাম্পিয়ন হন তিনি। এশিয়ার বিভিন্ন দেশে সেমিফাইনালিস্ট হিসেবেও প্রতিযোগিতা করেন। ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী সভাপতি। এমনকি যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালেও আন্তর্জাতিক বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন।

গাজীপুরের মেয়ে শিফার বাবা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ দুইবার জাতিসংঘের স্কলারশিপ পান এবং মস্কোর লুমুম্বা ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নেন। তাঁর মা সোহরাত বেগম ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ছোটবেলা থেকেই এমন পরিবারিক পরিবেশ তাকে স্বপ্ন দেখিয়েছে বড় কিছু করার।

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শিফার পথচলা। নিজের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের যোগাযোগ দক্ষতার ঘাটতি সব জায়গায় সমস্যা তৈরি করে। আমি চাই, ২০২৭ সালের মধ্যে আমার সংগঠন ‘ভিলেজ ইমপাওয়ারমেন্ট’ কর্মসূচির মাধ্যমে অন্তত এক লাখ শিক্ষার্থীকে কমিউনিকেশন, প্রেজেন্টেশন ও স্পিকিং দক্ষতায় পারদর্শী করে তুলবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়