দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী দেশ জুড়ে জোরালো অভিযান পরিচালনা শুরু করেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তার করছে। অস্ত্র, মাদকদ্রব্য আটক করেছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর লুট হওয়ার পর যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে।
১৫ই আগস্ট ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রনেতাকে আটক করেছে। এরা হলো- জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৩২) ও ফেনী সদর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন (৩০)। শনিবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ রাজশাহী সিটির সাবেক মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
গভীর রাতে চালানো এই অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা প্রস্তুতকৃত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং ১টি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৭ই আগস্ট থেকে ১৪ই আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করে। এ সব যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারক, জুয়াড়ি, মাদক কারবারি এবং মাদকাসক্তসহ মোট ৭০ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৮ রাউন্ড খালি কার্তুজ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, চোরাই মালামাল ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছে সেনাবাহিনী। সূত্র: মানবজমিন