শিরোনাম
◈ ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার ◈ কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল? ◈ গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ ◈ ড. ইউনূসের ঐতিহাসিক ভাষণ: নির্বাচন ঘোষণা ও ‘জুলাই ঘোষণাপত্র’ আসতে পারে আজই ◈ ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস ◈ মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক! ◈ প্রথম ফ্লাইট অবতরণ করল শাহজালালের তৃতীয় টার্মিনালে ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে  অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেদনার ছায়া বুকে নিয়ে খুললো মাইলস্টোন কলেজ

ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত বুকে নিয়ে আজ সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

গত ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না। এর পরিবর্তে, শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পাবে, যাতে ধীরে ধীরে ট্রমা কাটিয়ে মানসিক স্বাভাবিকতা ফিরিয়ে আনা যায়।'

তিনি বলেন, '২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাস শোকাচ্ছন্ন। এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে শিক্ষার্থীরা, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে আমরা ধীরে ধীরে আবার ক্লাসে ফিরব।'

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, নবম শ্রেণি থেকে ঊর্ধ্বতন শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থী আজ সকালে ক্যাম্পাসে আসে এবং বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলে অংশ নেয়।

তিনি বলেন, 'শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলেছে। অনেক অভিভাবকও এই দোয়ায় অংশ নিয়েছেন।'

এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় পরিচালিত একটি মেডিকেল ক্যাম্প ক্যাম্পাসে চালু রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সহায়তা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শিক্ষকরা কাউন্সেলিং সহায়তা দিচ্ছেন এবং যেসব শিক্ষার্থী ব্যক্তিগতভাবে কথা বলতে চায়, তাদের সেই সুযোগও দেওয়া হচ্ছে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন মারা গেছেন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এছাও ১৫০ জনের বেশি আহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি  আজ সীমিত পরিসরে চালু হলো। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়