স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে শেষ ম্যাচ জিতে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ সমতায় শেষ করেছে ভারত। পুরো সিরিজে মাঠের লড়াইয়ে দু’দলই সমান তালে পাল্লা দিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে আছে সফরকারীরাই। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শুভমান গিল। অন্যদিকে বল হাতে সেরা হয়েছেন সিরাজ। -- অলআউট স্পোর্টস
সোমবার ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ৬ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় ভারত। জয়ের ভালো অবস্থানে থাকা ইংল্যান্ডের হাত থেকে ম্যাচ নিজেদের দিকে টেনে নিতে বড় অবদান রাখেন সিরাজ। স্বাগতিকদের শেষ উইকেট তুলে নিয়ে দলকে জয়ও এনে দেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ডানহাতি এই পেসার।
ভারতের একমাত্র পেসার হিসেবে সিরিজের পাঁচ টেস্টের সবগুলোতে খেলা সিরাজ শিকার করেছেন ২৩ উইকেট, যা সিরিজে সর্বোচ্চ। ৯ ইনিংসে তার গড় ৩২ দশমিক ৪৩। সবচেয়ে বেশি ১৮৩.৩ ওভার বোলিংও করেছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার।
অন্যদিকে ৩ ম্যাচে ৬ ইনিংসে ১৯ উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন জশ টাং। তিনে থাকা ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ৪ ম্যাচে ৮ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন। ১৪ উইকেট নিয়ে পরের দুই অবস্থানে আছেন তিনটি করে টেস্ট খেলা যশপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধ কৃষ্ণ।
ব্যাট হাতেও পুরো সিরিজে ইংলিশদের চেয়ে বেশি দাপট দেখিয়েছে ভারতীয়রাই। ১০ ইনিংসে ৭৫ দশমিক ৪০ গড়ে ৭৫৪ রান করেছেন গিল। অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন তিনি। এছাড়াও ভারতীয় হিসেবে এক টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
রেকর্ড গড়া সিরিজে গিল সেঞ্চুরি হাঁকিয়েছেন চারটি, যার মধ্যে আছে একটি দ্বিশতকও। সিরিজের দ্বিতীয় টেস্টে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচ দেড়শ ও দুইশ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। তার ২৬৯ রানের ইনিংসটি ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। ভারতের সিরিজ সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
৫৩৭ রান নিয়ে এই তালিকার দুইয়ে আছেন জো রুট। ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফলতম এই ব্যাটার ৯ ইনিংসে ৬৭ দশমিক ১২ গড়ে এই রান করেছেন। তিনটি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন একটি ফিফটি।
তিনে থাকা লোকেশ রাহুল ৫৩ দশমিক ২০ গড়ে ৫৩২ রান করেছেন। ১০ ইনিংসে ভারতীয় এই ওপেনার দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। সমান ইনিংসে ৫১৬ রান নিয়ে চার নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা।
সিরিজে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হওয়া হ্যারি ব্রুক ৪৮১ রান নিয়ে আছেন তালিকার পাঁচ নম্বরে। ডানহাতি এই ব্যাটার ৯ ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন।