নিজস্ব প্রতিবেদক : এশিয়া কাপ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে লিটন দাসের নেতৃত্বাধীন দলে আছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নুরুল হাসান সোহানরা।
সোহান অনেকদিন ধরেই আলোচনায়। এই কিপার ব্যাটার যেখানেই সুযোগ পেয়েছেন সেখানেই নিজেকে মেলে ধরেছেন। আর তাতে তার দলে ডাক না পাওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছিলেন না অনেকেই।
অবশেষে চূড়ান্ত স্কোয়াডে না হোক, ২৫ জনের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন। এই দলে আছেন আগের সিরিজে বাদ পড়া শান্ত, সৌম্যরাও।
মোটামুটি নিয়মিত দলের ক্রিকেটারদের সাথে আছেন সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, খালেদ আহমেদরা।
আগামী ৬ আগস্ট মিরপুরে রিপোর্ট করবে প্রাথমিক দলের ক্রিকেটাররা। এরপর ১৫ আগস্ট থেকে মিরপুরেই শুরু হবে স্কিল ট্রেনিং।
এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ আগস্ট সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবে লিটন দাসের দল। ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি দুই দল খেলবে ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর সময়কালে। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর।
প্রাথমিক স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।