শিরোনাম
◈ মব ভায়োলেন্সকে উৎসাহিত ও নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন: তারেক রহমান ◈ জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বার্তা (ভিডিও) ◈ আইজিপির ভুয়া ভিডিও স্টেটমেন্ট এআই দিয়ে তৈরি: পুলিশ সদর দপ্তর ◈ অনিয়মের অভিযোগে বাতিল হলো ‘বিনিময়’ ◈ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে উত্তাপ, রাশিয়া-ইরান থেকে তেল কিনে চীনের ‘চ্যালেঞ্জ’ ট্রাম্পকে ◈ ‘বিপ্লব বিক্রি করে দিচ্ছে’: হাসিনার পতনের এক বছর পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশে ◈ ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার ◈ কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল? ◈ গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ ◈ ড. ইউনূসের ঐতিহাসিক ভাষণ: নির্বাচন ঘোষণা ও ‘জুলাই ঘোষণাপত্র’ আসতে পারে আজই

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক!

মৃত্যুর ঝুঁকি নিয়েই সেখানে চলছে মোটরসাইকেল, সিএনজি, হালকা ট্রাকসহ অসংখ্য বিভিন্ন যানবাহন। কয়েকদিনের টানা বর্ষণে মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়কটি। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

জানা যায়, নাইক্ষ্যংছড়ি-সোনাইছড়ি-ঘুমধুম সড়কটি বাস্তবায়ন করেছিলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু নির্মাণের পর সড়কটিতে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। ফলে প্রতিবছর বর্ষা মৌসুম এলেই নতুন করে সড়কটি ধসে পড়ে। এবারের বর্ষাতেও, নাইক্ষ্যংছড়ি সদর থেকে ঘুমধুম পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির রেজু বড়ইতলি, মনজয় পাড়া, ওরেজুসহ বিভিন্ন স্থানে ধসে গেছে। 

স্থানীয় বাসিন্দা হায়দার আলী বলেন, বহুবার এলজিইডিকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন সড়কের অবস্থা এমন হয়েছে, যে কোনো সময় পুরো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

ট্রাকচালক মনির আহম্মদ জানান, আমরা প্রতিদিন ভয়ে ভয়ে গাড়ি চালাই। একটুখানি ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা না নিলে পুরো বর্ষা মৌসুমেই যাতায়াত বন্ধ হয়ে যাবে।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, আমি সরেজমিন পরিদর্শন করেছি। বিষয়টি জেলা অফিসকে জানিয়েছি এবং দ্রুত বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছি। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়