শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০২:১২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অটোচালকের গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার 

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের গাজিরখামারে নিখোঁজের একদিন পর হোসেন আলী (১৫) নামে এক কিশোর ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে একটি গাছে বাঁধা অবস্থায় ওই অটোরিকশা চালকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত হোসেন আলী গাজিরখামার ইউনিয়নের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেছেন। 

প্রতক্ষ্যদর্শী ও নিহতের স্বজনের বরাতে জানা গেছে, গতকাল আসরের নামাজের পর হোসেন আলী অটোরিকশা নিয়ে ভাড়া মারার উদ্দ্যেশ্য বাড়ি থেকে বের হয়। পরে গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তায় পরে তার পরিবারের লোকজন রাতেই খোঁজ করতে থাকে। আজকেও খোঁজাখুজির একপর্যায়ে বিকেল তিনটার দিকে খরখরিয়া ব্রিজের পাশে রাস্তায় পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় একটি টিশার্ট দেখে সন্দেহ হয় মনিরাজ নামে এক তরুণ চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয় জনতা লাশ দেখতে পায়।   পরে শেরপুর সদর থানা পুলিশকে অবহিত করলে তারা এসে লাশ উদ্ধার করে। 

এদিকে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে তিনজোড়া জুতাও পাওয়া গেছে। যা সম্ভাব্য হত্যাকারীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানায় ব্যাটারী চালিত অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যেই তাকে হত্যা করা হয়েছে। 

এদিকে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানায়, ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদীর কুড়িকাহনীয়ার চিথলিয়া বাজারে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে বলে জানা গেছে। 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জুবায়দুল আলমের সাথে কথা বললে তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হবে। এবং পরবর্তীতে মামলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়