শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০১:৫৫ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে প্রধান শিক্ষককে হেনস্থা করায় ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মানববন্ধন 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থী কতৃক হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ‍্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা নান্দিনা চুনিয়াপটল বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি চুনিয়াপটল গ্রামের মনোহর ফকিরের ছেলে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলীর বাবা-মাকে স্কুলে আসতে বলেন প্রধান শিক্ষক। কিন্তু ইউসুফ তার অভিভাবকদের আনতে অস্বীকার করলে শিক্ষক-ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসিকে ওই শিক্ষার্থী হেনস্থা করে।  

এমন ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিড়িয়াসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রৌহা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন,  প্রধান শিক্ষককে হেনস্থা করা ওই  শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। 

প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও অরুণ কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। ওই শিক্ষার্থীকে বহিষ্কারসহ আইনের আওতায় আনতে হবে।’ 

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবকে আসতে বললে সে তার বাবা-মাকে আনতে পারেনি। ৭ বিষয়ে ফেল ও স্কুল ড্রেস পড়ে আসেনি সেটি বলাতেই ইউসুফ আমার সাথে খারাপ আচরণ করেছে

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, বিক্ষোভ এর খবর শুনে  ঘটনাস্থলে যাই এবং ওই শিক্ষার্থীর চূড়ান্ত বিচার করা হবে এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়