শিরোনাম
◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:১৫ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষি বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলে ৪ রুমে ১২৬ জন!

আন্দোনলনরত বাকৃবির নারী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের এক নারী শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে ৪টি গণরুমে ১২৬ জন থাকছি। এক বেডে দুজন করে ঘুমাচ্ছি। মাত্র ৪টি বাথরুম ব্যবহার করতে হচ্ছে সবাইকে। এতদিন ধৈর্য ধরেছি। কিন্তু এখন আর সম্ভব না। আমরা নিজস্ব সিট চাই।’

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুলতানা রাজিয়া হলের গণরুম বিলুপ্ত করে একক আসনের দাবি জানিয়ে আন্দোলনের সময় ওই শিক্ষার্থী এসব কথা বলেন।

এরআগে বারবার হল প্রভোস্ট ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পাননি বলে জানান আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা। 

এদিন আরেক শিক্ষার্থী বলেন, ‘কয়েক দফা হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তিনি কোনো সদুত্তর না দিয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে পাঠান। সেখানেও কোনো সমাধান পাইনি। সবাই শুধু অসহায়ত্ব প্রকাশ করছে। কিন্তু আমাদের সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

এ সময় তারা সড়ক অবরোধ করে "গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল", "হলে হলে বৈষম্য, চলবে না চলবে না", "সিঙ্গেল বেডে দুজন করে, থাকব না থাকব না" ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, ‘সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা গণরুম সমস্যার বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছিল। আমি তাদেরকে তখন বুঝিয়েছিলাম, রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। হলে খালি আসন না থাকলে তো তাদেরকে আসন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যাতে যতদ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা যায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়