শিরোনাম
◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব সহজেই ২০২৫ শিক্ষাবর্ষের স্কুল বইয়ের পিডিএফ ডাউনলোড করা যাবে যেভাবে

২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির ওয়েবসাইট থেকে এসব বই পিডিএফ আকারে ডাউনলোড করা সম্ভব হচ্ছে। রয়েছে ইংরেজি ভার্সনও।

এর জন্য এনসিটিবির ওয়েবসাইট nctb.gov.bd-এ যেতে হবে। সেখানে নোটিশ বোর্ডে '২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা'র বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর '২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা'য় ক্লিক করতে হবে।

এখানে প্রাথমিক স্তরমাধ্যমিক স্তরের দুটি আলাদা লিংক পাওয়া যাবে। প্রয়োজনীয় স্তরে ক্লিক করলে সেখানে সব বইয়ের তালিকা এবং ডাউনলোড অপশন দেখা যাবে। ডাউনলোডে ক্লিক করে বইয়ের পিডিএফ নামিয়ে নেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, বই ছাপার কাজ প্রতিবেশী দেশে চলে গেলে সেখানকার মানুষের কর্মসংস্থান এবং প্রিন্টিং ব্যবসায়ীরা লাভবান হলেও বাংলাদেশের সংশ্লিষ্ট খাতের মানুষ ও ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন। এ কারণে দেশেই সব বই ছাপানোর কাজ করছে সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'আমরা দেখাতে চাইছি তাদের সেই সক্ষমতা আছে এবং এটা তারা প্রমাণ করেছেন। ইতোমধ্যে ১১ কোটির বেশি বই ছাপা হয়ে গেছে। এটা আমাদের প্রিন্টিং খাতের জন্য এটা বড় বুষ্ট বলে আমি মনে করি।'

তিনি বলেন, 'আমরা এটার জন্য আরও এফিসিয়েন্ট পদ্ধতি ঠিক করব। আশা করি আগামী বছর ঠিক সময়ে বই পাবেন।'

'আমরা সব বইয়ের পিডিএফ ১ জানুয়ারি প্রকাশ করেছি। অনেক স্কুল দ্রুতই এসব বই নামিয়ে ফেলতে পারছে। গ্রামের অনেক স্কুলেও যেসব বই এখনো পায়নি, সেগুলোর পিডিএফ নামিয়ে নিতে পারছে। এটা সবার কাছেই আছে,' যোগ করেন তিনি। উৎস: ডেইলিস্টার বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়