শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমস র‌্যাঙ্কিংয়ে ইরানের বিশ্বসেরা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবারও সেই তালিকা প্রকাশ করেছে। গেল বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ ইরানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’-এ ইরান থেকে ৭৫টি বিশ্ববিদ্যালয় বিশ্বসেরার তালিকায় স্থান পায়। এবার সেখানে দেশটি থেকে ৮৫টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।

২০২৫ র‌্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়। গত বছরের তুলনায় এবার ১৮৫টি নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে র‌্যাঙ্কভুক্ত করা হয়েছে।

শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি বৈশ্বিকভাবে ৩০১-৩৫০ অবস্থান নিয়ে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে।

আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বৈশ্বিকভাবে ৩৫১-৪০০ অবস্থান) দ্বিতীয় স্থানে রয়েছে।

 কেরমানশাহ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স এবং ইউনিভার্সিটি অব তেহরান বৈশ্বিকভাবে ৪০১-৫০০ অবস্থান সহ তৃতীয় স্থানে রয়েছে।

বাবল নশিরভানি ইউনিভার্সিটি অব টেকনোলজি, শিরাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং তেহরান ইউনিভার্সিটি অব টেকনোলজি বৈশ্বিকভাবে ৬০১-৮০০ অবস্থানসহ যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং করে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়