শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা  বিনিময় করলেন বিএনপির সিনিয়র নেতারা ◈ গরুর চামড়া ৮০০ টাকা, ছাগলের ১০ ◈ সিলেটে ঈদ আনন্দ ভেসে গেল বন্যার জলে ◈ অর্থনৈতিক সংকটে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারেনি: জিএম কাদের ◈ সুপার এইটে স্থান, ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ ফিলিস্তিন ও সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ◈ শাসকগোষ্ঠী উল্লাসের ঈদ করছে আর বিএনপি নেতাকর্মীদের বাসায় চলছে শোকের মাতম: রিজভী  ◈ কারাগারে গরু ও খাসি কোরবানি, বন্দিদের বিশেষ বিনোদনের ব্যবস্থা ◈ ঈদুল আজহা উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধাদের অভিনন্দন প্রধানমন্ত্রীর ◈ ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ১১টি বাড়ি

প্রকাশিত : ২৭ মে, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৪, ০৯:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এম. শামীম, রাবি প্রতিনিধি: [২] গ্রীষ্মকালীন ও পবিত্র ইদুল-আজহা উপলক্ষ্য ১৯ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছুটির আগে-পরের শুক্র-শনিবার মিলিয়ে এ ছুটি দাঁড়ায় ২৩ দিন। ছুটির দিনগুলোতে আবাসিক হলগুলো যথারীতি খোলা থাকবে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ইদুল-আজহার ছুটির সাথে গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করে এই বর্ধিত ছুটি দেওয়া হয়েছে।

[৩] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ৫ থেকে ৯ মে ও ১৬ থেকে ২৪ জুন ইদুল-আজহার ছুটি পূর্বনির্ধারিত ছিল। তবে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিসংকটের শঙ্কা ও শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রীষ্মকালীন ছুটি পিছিয়ে পবিত্র ইদুল-আজহার ছুটির সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত ২৪ এপ্রিল দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৪] পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ইদুল-আজহা উপলক্ষ্যে আগামী ৭ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ২৩ দিন ক্লাস ছুটি থাকবে। তবে অফিসসমূহ ৯ থেকে ২৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ৩০ জুন থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়