শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে প্রথম নারকেল আমদানি

হ্যাপী আক্তার: [২] প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়। প্রতি মেট্রিক টন নারকেল ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বার্তা২৪

[৩] হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়েছে। বন্দরের কার্যক্রম শেষ করে এসব নারকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

[৪] মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল ইসলাম বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে কাল-পরশু আরও ছয় ট্রাক নারকেল আসবে। ঢাকা ও চট্টগ্রামে এসব নারকেলের চাহিদা বেশি। পরিবহন খরচ ও বন্দরে অন্যান্য চার্জ পরিশোধ করে আগে হিসাব–নিকাশ করে দেখি, তারপর দেশে দাম বলা যাবে। যেখানে পাঠালে পরতা (লাভ) বেশি হবে, সেখানে পাঠাব।’ সূত্র:  প্রথম আলো

[৫] হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।’ 

এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়