মাজহারুল মিচেল: [২] অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।
[৩] তিনি জানান, একইসাথে চলতি অর্থবছরের জুন নাগাদ সেটা সাড়ে ৭ শতাংশে নেমে আসবে। এসময় পরের অর্থবছর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ শতাংশের নিচে থাকবে বলেও জানান অর্থসচিব।
[৪] উল্লেখ্য, অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯.৯৩ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুসারে, সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক বেড়ে হয়েছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। সম্পাদনা: তারিক আল বান্না