বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): [২] গাজীপুরের কালীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
[৩] রোববার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ মামলায় ওই পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
[৪] ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৬ ধারায় ৫টি মামলায় ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
[৫] এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এনএইচ