বিশ্বজিৎ দত্ত: [২] ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি একই মুদ্রার দুই দিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এ দুটোই মোকাবিলা করা চ্যালেঞ্জিং।’
[৩] ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুবিধা ও ক্ষতি দুটোই রয়েছে। এটি নির্ভর করছে জনগণের সঙ্গে সরকারের কতটা সমর্থন ও সম্পৃক্ততা আছে এর ওপর।’ পরিবর্তনশীল ভূ–রাজনীতির সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী আন্তঃদেশীয় সম্পর্কের সমীকরণ জটিল হচ্ছে। স্বল্পোন্নত দেশগুলো এই টানাপোড়েনের মধ্যে পড়তে যাচ্ছে। এর মধ্যে ঝুঁকিও আছে, লাভবান হওয়ার সুযোগও আছে।
[৪] অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ শনিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের শেষ দিনে এক জনবক্তৃতায় এমন মন্তব্য করেছেন। তাঁর বক্তৃতার বিষয় ছিল ‘পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা এবং ভূ–অর্থনীতি : স্বল্পোন্নত দেশগুলোর জন্য সংশ্লেষ’। রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে গত বৃহস্পতিবার তিন দিনের এ সম্মেলন শুরু হয়।
[৫] ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘হয়তো এটি বলা যায় যে, সরকার যতবেশি জনসমর্থনপুষ্ট হবে, ততবেশি দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরকারের রাজনৈতিক স্বার্থের সমন্বয় করা সহজ হবে। বিদেশি শক্তি বা বহুজাতিক কোম্পানিগুলোর অন্যায় ও অন্যায্য সুযোগের প্রবণতা ততই সামলানো যাবে। এটিই হলো ভূ–রাজনীতি ও ভূ–অর্থনীতি (যা মুদ্রার এপিঠ ওপিঠ), যা সামাল দেওয়া বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য চ্যালেঞ্জ।’
[৬] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার উপস্থাপনা বাংলাদেশকেন্দ্রিক নয়। পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে ভূ–রাজনীতি এবং ভূ–অর্থনীতির স্বল্পোন্নত দেশগুলোকে কীভাবে প্রভাবিত করেছে এবং এসব দেশ যেসব চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, তার ওপর তিনি আলোকপাত করেছেন।’
[৭] এই অধিবেশনে সভাপতিত্ব করেন গবেষণা সংস্থা পিআরআইর চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। সাবেক অর্থমন্ত্রী এম. সাইদুজ্জামান, বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন, গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
বিডি/এনএইচ