শহীদুল ইসলাম: সাম্প্রতি বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, তাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি উৎপাদন বাড়াতে গরু মোটাতাজাকরণে ৫হাজার কোটি টাকার একটি স্কিম গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করতে পাঁচ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সেই তহবিল থেকে ক্ষুদ্র, প্রান্তিক, বর্গা চাষীদের মধ্যে যোগ্য ব্যক্তিকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে।
সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলো দশমিক ৫০ শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল নিয়ে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেবে। তিন মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১৮ মাসে ঋণ পরিশোধ করতে পারবেন চাষীরা। ২০২৪ সালের ৩০ জুন মেয়াদে এই স্কিম বলবৎ থাকবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রয়োজনে মেয়াদ ও তহবিলের পরিমাণ পুনঃনির্ধারণ করা হবে।
এসআই/এইচএ
আপনার মতামত লিখুন :