শিরোনাম
◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১১:২৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের মুখে হাসি ফোঁটাতে কাস্তে হাতে এমপি

সাজ্জাদ, রাউজান (চট্টগ্রাম): রাউজানে কৃষকের ঘরে ঘরে চলছে আমন ধান কাটার উৎসব।মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম।নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত গ্রাম বাংলার প্রান্তিক কৃষক- কৃষাণিরা। আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষক-কৃষাণিরা খুশি। তবে অনেক কৃষক আছেন অর্থ অভাবে কষ্টে জীবনযাপন করছেন। নিজেরাই পরিশ্রম করে জমি চাষ ও পরিচর্যা করে সোনালী ফসল ঘরে তুলতে।

আবার অনেকেই শ্রমিক দিতে না পেরে সোনালী ফসল ঘরে তুলতে পারচ্ছেনা। এমনই কিছু অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলা ও পৌর কৃষক লীগ। কৃষক-কৃষাণি'র মুখে হাসি ফোটাতে ধান কেটে দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করেন তারা।

শুক্রবার (২৫ নভেম্বর) রাউজান পৌর ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় ধান কাটার উৎসবের আয়োজন করেন তারা। ধান কাটার এ উৎসব উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি কৃষক বেশে মাথায় গামছা মুড়িয়ে কাস্তে হাতে মাঠে নামেন। তারা সাথে ধান কাটা উৎসবে এক যোগে মাঠে নামে কৃষক লীগের দুই শতাধিক নেতাকর্মী।

এ সময় উপস্থিত ছিলেন- রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এরশাদ, লক্ষীকান্ত চৌধুরী সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা।

কৃষক লীগের এ সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত কৃষক জাহাঈীর আলম। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার ১২ হাজার ২শত ৩২ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এখন কৃষকেরা পাকা আমন ধান ঘরে তুলতে ধান কাটা শুরু করেছে। কৃষকেরা ধান ঘরে তুলার পর সরিষা, ভুট্টা,গম ও শীতকালীন সবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়