শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ১১:২৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের মুখে হাসি ফোঁটাতে কাস্তে হাতে এমপি

সাজ্জাদ, রাউজান (চট্টগ্রাম): রাউজানে কৃষকের ঘরে ঘরে চলছে আমন ধান কাটার উৎসব।মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম।নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত গ্রাম বাংলার প্রান্তিক কৃষক- কৃষাণিরা। আমন ধানের ফলন ভাল হওয়ায় কৃষক-কৃষাণিরা খুশি। তবে অনেক কৃষক আছেন অর্থ অভাবে কষ্টে জীবনযাপন করছেন। নিজেরাই পরিশ্রম করে জমি চাষ ও পরিচর্যা করে সোনালী ফসল ঘরে তুলতে।

আবার অনেকেই শ্রমিক দিতে না পেরে সোনালী ফসল ঘরে তুলতে পারচ্ছেনা। এমনই কিছু অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলা ও পৌর কৃষক লীগ। কৃষক-কৃষাণি'র মুখে হাসি ফোটাতে ধান কেটে দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করেন তারা।

শুক্রবার (২৫ নভেম্বর) রাউজান পৌর ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় ধান কাটার উৎসবের আয়োজন করেন তারা। ধান কাটার এ উৎসব উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি কৃষক বেশে মাথায় গামছা মুড়িয়ে কাস্তে হাতে মাঠে নামেন। তারা সাথে ধান কাটা উৎসবে এক যোগে মাঠে নামে কৃষক লীগের দুই শতাধিক নেতাকর্মী।

এ সময় উপস্থিত ছিলেন- রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এরশাদ, লক্ষীকান্ত চৌধুরী সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা।

কৃষক লীগের এ সহযোগিতা পেয়ে অনেক আনন্দিত কৃষক জাহাঈীর আলম। রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন বলেন, রাউজানে এবার ১২ হাজার ২শত ৩২ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এখন কৃষকেরা পাকা আমন ধান ঘরে তুলতে ধান কাটা শুরু করেছে। কৃষকেরা ধান ঘরে তুলার পর সরিষা, ভুট্টা,গম ও শীতকালীন সবজি আবাদে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়