শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৪:০১ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি সাড়ে ৫৪ শতাংশ বেড়েছে

সালেহ্ বিপ্লব: এ হিসেব বছরের প্রথম সাত মাসের, জানুয়ারি থেকে জুলাই। এই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে ৫ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৫৪.৪৩ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল এন্ড এ্যাপারেলের  (ওটিইএক্স)’ সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। বাসস

বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। আলোচ্য সময়ে বিশ্ববাজার থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ৩৯ দশমিক ০৬  শতাংশ বেড়েছে। 

চীন থেকে আমদানি বেড়েছে ৪০ শতাংশ। দেশটি থেকে শীর্ষ পোশাক আমদানিকারক যুক্তরাষ্ট্র চলতি বছরের জানুয়ারি-জুলাইয়ে আমদানি করেছে ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের।

একই সময়ে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান থেকেও যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে।  

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, মূলত করোনা মহামারী থেকে ঘুরে দাঁড়ানো এবং ভোক্তাদের কেনাকাটা বৃদ্ধির ফলে খুচরা বিক্রয় স্বাভাবিকের তুলনায় বেশি বাড়ে। তবে মুল্যস্ফীতি, ফেডের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির এই ঊর্ধ্বমুখী ধারা কতটা টিকে থাকবে সেটি ভাবনার বিষয়। 
তিনি জানান, এবার অস্বাভাবিক দীর্ঘ গরমের কারণে শীতের পোশাকের চাহিদাও তুলনামুলক কম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়