শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাম কমছে না ডিমের, ডজন ১৪৫-১৩৫

ডিম

লামিন শিবলী : রাজধানী বাজারগুলোতে সপ্তাহখানেক ধরে ব্রয়লার মুরগির ডিম বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মুরগির মাংস এবং সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকা লাল ডিমের ডজন ১৪৫, সাদা ডিমের ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন। প্রতি ডজন হাঁসের ডিম ১৮০ টাকা।

শুক্রবার রাজধানী মোহাম্মদপুর শিয়া মসজিদ কাঁচাবাজারের বাজার করতে এসেছেন চাঁদ উদ্যানের আবদুর রহমান। তিনি বলেন, বর্তমানে বাজারে আসলে মাথা ঘুরে মালামালের দাম শুনলে। বাজারে এমন কিছু নেই যার দাম বাড়েনি। দামের কারণে যারা মাছ, মাংস কিনে খেতে পারছি না। সবজি, ডিম, ডাল খেয়ে কোনরকম বেঁচে আছি। সেই ডিমের দামও এখন বাড়তি।

আবদুর রহমান বলেন, বাজারে এখন প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৫ বা ১৩০ টাকায়। এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৬ বা ৪৮ টাকায়। অর্থাৎ একটি ডিম ১২ টাকা কিনতে হচ্ছে।

ডিম বিক্রেতা মো. রাসেল জানান, খুচরা বাজারে লাল ডিম ১৪৫ আর সাদা ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। মূলত মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিদের খরচ বেড়েছে। এছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ আগের চেয়ে অনেক বেশি। তাছাড়া গত সপ্তাহে বৃষ্টি হওয়ার কারণেও ডিমের সরবরাহ কম ছিল। তাই দাম বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়