শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়েছে সয়াবিন তেল, মুরগির দাম: চড়া সবজির বাজারও

রাজধানীর বাজারে সয়াবিন তেল ও মুরগির দাম বেড়েছে। এছাড়া, স্বস্তি কমেছে সবজির বাজারেও। সপ্তাহের ব্যবধানে করল্লার কেজি ১০০ টাকা ছুঁয়েছে। বেড়েছে লাউ ও জালি কুমড়ার দামও।

গতকাল শুক্রবার কাওরানবাজার, শান্তিনগর ও নিউমার্কেট কাঁচাবাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। দুই লিটারের বোতলজাত সয়াবিনের দাম সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়ে তা ৩৯০ থেকে ৩৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এক লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদনেও সয়াবিন তেলের দাম বাড়ার এ তথ্য জানিয়েছে।

সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এরমধ্যে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে গতকাল তা ১৮০ টাকা ও সোনালি মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ প্রসঙ্গে শান্তিনগর বাজারের মুরগি ব্যবসায়ীরা বেলায়েত বলেন, শীতের মৌসুমে বিয়েশাদি, পিকনিক এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের কারণে মুরগির চাহিদা বেড়েছে। ফলে সোনালি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। অবশ্য টিসিবির তথ্য বলছে, বর্তমানে খুচরা বাজারে যে দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে তা গত বছরের একই সময়ের তুলনায় কম। গত বছর এই সময়ে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২১০ টাকায়। এদিকে মুরগির দাম বাড়লেও ডিমের দাম বাড়েনি। বর্তমানে বাজারে ফার্মের বাদামি রংয়ের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। ডিমও গত বছরের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৩২ থেকে ১৪৪ টাকায়।

স্বস্তি কমছে সবজির বাজারে। গতকাল বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি করল্লা ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়া, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। ছোট একটি জালি কুমড়া ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ফুলকপির দাম কমেছে। গত সপ্তাহের শুরুতে একটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও গতকাল তা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, অন্যান্য সবজির মধ্যে মুলা ৪০ টাকা, শিম ৪০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা, আলু ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি টম্যাটো ৮০ থেকে ৯০ টাকা এবং কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দেশি নতুন পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর বাজারে বিক্রি হওয়া সিংহভাগই পেঁয়াজ দেশি। এছাড়া, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং দেশি পুরোনো পেঁয়াজ ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়