শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:২২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে ডিজিটাল পেমেন্ট সেবা চালু করছে রবি আজিয়াটার 'স্মার্টপে'

রবি আজিয়াটা পিএলসি তাদের নতুন গঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড -এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) এক ঘোষণায় রবি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে।

সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা।

রবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এতদিন পর্যন্ত মোবাইল অপারেটরটি তাদের বিদ্যমান 'রবি ক্যাশ' অ্যাপের মাধ্যমে সীমিত পরিসরে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে আসছিল।

তিনি বলেন, "গ্রাহকরা মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, এমনকি ট্রেনের টিকিট কিনতেও পারতেন। তবে ক্যাশ আউট বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না। বাংলাদেশ ব্যাংক আমাদের পরামর্শ দেয়—এ ধরনের সেবা চালিয়ে যেতে হলে একটি আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ী আমরা স্মার্টপে গঠন করেছি।"

রবি, যেটি একসময় একটেল নামে পরিচিত ছিল, ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে গঠিত হয়। পরে ২০১০ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে রবিতে রিব্র্যান্ডিং করে।

বর্তমানে কোম্পানিটির ৬১.৮২% শেয়ার মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ, ২৮.১৮% ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এবং বাকি ১০% সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হিসেবে রেকর্ড করেছিল। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ
  • জনপ্রিয়