শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২২ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি

দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে বসানো হবে পাঁচ সদস্যের প্রশাসক দল। এর নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা। আর অন্য চার সদস্য থাকবেন যুগ্ম পরিচালক পর্যায়ের, যাদেরও মনোনয়ন দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রশাসক দল বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সমন্বয়ে পুরো একীভূত প্রক্রিয়া চালাবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটি প্রশাসক টিম নিয়োগ দেয়া হবে। এ টিম বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্কফোর্সের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়াকে এগিয়ে নেবে।

সপ্তাহ দুয়েক আগে বিশেষ বোর্ড সভায় দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। এর ধারাবাহিকতায় দ্রুতই প্রশাসক দল নিয়োগ করা হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি, কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রক্রিয়া শুরু হতে পারে সপ্তাহখানেকের মধ্যেই।

প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে। এর সাময়িক মালিকানা থাকবে সরকারের হাতে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যেহেতু দেশের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম, তাই আইনগত সব দিক সুক্ষভাবে বিশ্লেষণ করা হচ্ছে। বিভিন্ন অংশীজনের মতামত নিয়েও অগ্রসর হচ্ছে প্রক্রিয়াটি, যেন মাঝপথে কোনও বাধায় আটকে না যায়। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়