শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ আবারও এক হলো ◈ 'মহেশখালী-কক্সবাজার এক হয়ে নতুন শহরের জন্ম নিবে': আশিক চৌধুরী (ভিডিও) ◈ বৃষ্টির কারণে বাংলা‌দেশ-‌নেদারল‌্যান্ডসের মধ‌্যকার তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ◈ চবিতে শনিবার রাতে কী হয়েছিল? মুখ খুললেন সেই ছাত্রী ও দারোয়ান (ভিডিও) ◈ সংঘর্ষের ঘটনা লাইভ করায় চবি ছাত্রীদের ‘ধর্ষণের হুমকি’ ◈ খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ◈ রোহিঙ্গা সংকট সমাধানে সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের ◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

প্রযুক্তিনির্ভরতায় আরও এগিয়ে যাবে পোশাক শিল্প

নিজস্ব প্রতিবেদক : সেলাই মেশিন প্রশিক্ষণের প্রাথমিক ধাপ অতিক্রম করে বাংলাদেশ এখন উন্নত প্রযুক্তিনির্ভর তৈরি পোশাক শিল্পের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহামুদ হাসান খান।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এপ্রেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প অনেক দূর এগিয়েছে। এখন আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, উচ্চ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এতে উৎপাদন দক্ষতা বাড়বে। দক্ষতা না বাড়াতে পারলে বিশ্ববাজারে টিকে থাকা কঠিন হবে। অনেকে বলে থাকেন, তৈরি পোশাক খাত ৪০ বিলিয়ন ডলারের। আমরা বলি, হ্যাঁ-কিন্তু আমাদের লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার। সেটা ভ্যালু অ্যাডিশনের মাধ্যমেই সম্ভব। শুধু বেসিক পোশাক রপ্তানি নয়, ভ্যালু অ্যাড এবং উৎপাদনশীলতা বাড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে হবে। না হলে শিল্প টেকসই হবে না।  

মাহামুদ হাসান বলেন, তৈরি পোশাক শিল্পকে কেন্দ্রীয় ডেটাবেইসের আওতায় আনা হয়েছে। শ্রমিক ইস্যুতে যারা সেবা প্রদান করে, তারাও এই ডেটাবেইসের আওতায় এলে তথ্য আদান-প্রদান ও সমন্বয় আরও সহজ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

অনুষ্ঠান শেষে দেশের তিনজন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে একজন হলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার।

আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন ও বিশিষ্ট সুরকার মিল্টন খন্দকার। হায়দার আলীর পাশাপাশি ব্যবসায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিন্টু ও চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য টিবি হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. আয়েশা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়