শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৩:১১ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

২০২৪ সালে বিশ্বে তৈরি পোশাক বাজারে বাংলাদেশ দ্বিতীয়, তবে প্রবৃদ্ধি স্থবির

দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্ব তৈরি পোশাক বাজারের আকার দাঁড়িয়েছে ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ০৮ শতাংশ বেশি। ২০২৩ সালে বাজারের আকার ছিল ৫২০ দশমিক ৬২ বিলিয়ন ডলার। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ সত্ত্বেও এ প্রবৃদ্ধি বৈশ্বিক চাহিদা পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

চীনের শীর্ষ অবস্থান অপরিবর্তিত, দ্বিতীয় বাংলাদেশ

২০২৪ সালেও চীন বিশ্বে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে। দেশটি এ বছর ১৬৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় মাত্র ০ দশমিক ৩০ শতাংশ বেশি।

বাংলাদেশ ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে, তবে প্রবৃদ্ধির হার ছিল মাত্র ০ দশমিক ২১ শতাংশ।

দ্রুত এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম

তালিকার শীর্ষ দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে ভিয়েতনাম। দেশটির পোশাক রপ্তানি ৯ দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে।

অন্যান্য দেশগুলোর মিশ্র চিত্র

তুরস্কের রপ্তানি ছিল ১৭ দশমিক ৯১ বিলিয়ন ডলার এবং ভারতের ১৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এ ছাড়া, কম্বোডিয়া ৯ দশমিক ৮৯, পাকিস্তান ৯ দশমিক ২৮, ইন্দোনেশিয়া ৮ দশমিক ৭৩ ও যুক্তরাষ্ট্র ৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।

এই দেশগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি অনেকটাই বৈচিত্র্যময় ছিল—কোথাও ২৪ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি, আবার কোথাও ৪ দশমিক ৪২ শতাংশ হ্রাস—যা বৈশ্বিক জোগান ব্যবস্থায় পরিবর্তন, পুনঃবিন্যাস এবং বাণিজ্য নীতির অনিশ্চয়তা তুলে ধরে।

বাজারে শেয়ার হারাচ্ছে চীন ও বাংলাদেশ

২০২৪ সালে বিশ্ব পোশাক রপ্তানিতে চীনের অংশীদারিত্ব ছিল ২৯ দশমিক ৬৪ শতাংশ, যেখানে ২০২৩ সালে ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশ ২০২৩ সালে ৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার ধরে রাখলেও ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৬ দশমিক ৯০ শতাংশে।

অন্যদিকে, ভিয়েতনামের শেয়ার বেড়ে হয়েছে ৬ দশমিক ০৯ শতাংশ (আগে ছিল ৫.৯৬), তুরস্কের ৩.২১ শতাংশ, ভারতের ২.৯৪ শতাংশ। কম্বোডিয়া (১.৭৭), পাকিস্তান (১.৬৬), ইন্দোনেশিয়া (১.৫৭) ও যুক্তরাষ্ট্র (১.২৬) যথাক্রমে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

বাংলাদেশের জন্য সতর্ক বার্তা

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মোহিউদ্দিন রুবেল বলেন, "বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হলেও ২০২৪ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি প্রায় শূন্য। এটা আমাদের জন্য সতর্কবার্তা।"

তিনি বলেন, ভিয়েতনামের গতিশীল অগ্রগতির পাশাপাশি ক্রেতাদের পরিবর্তিত চাহিদা এবং টেকসই উৎপাদনের চাপ বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

বাংলাদেশকে টিকে থাকতে হলে উদ্ভাবন, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও জলবায়ু সহনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নতুন বাজারে নজর দেওয়ার তাগিদ

বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতি, ক্রয়াভ্যাসের পরিবর্তন এবং টেকসই উৎপাদনে কঠোর নীতিমালা আগামী দিনগুলোতে শিল্প খাতে বড় পরিবর্তন আনবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এ অবস্থায় বাংলাদেশের জন্য ঐতিহ্যবাহী বাজার ধরে রাখার পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও উপসাগরীয় অঞ্চলের মতো নতুন বাজারে প্রবেশ করাও হবে টিকে থাকার অন্যতম কৌশল।

বাংলাদেশের পোশাক খাত দীর্ঘদিন ধরে অর্থনীতির প্রধান চালিকা শক্তি। কিন্তু এখন সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে গড়ার। আগামীতে যেসব দেশ দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, দক্ষতা বাড়াতে পারবে, আর টেকসই উৎপাদনকে গুরুত্ব দেবে, তারাই টিকে থাকবে এই প্রতিযোগিতামূলক বাজারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়