শিরোনাম
◈ তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে ◈ বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ৫ম শ্রেণি পাসেই সরকারি চাকরি, দ্রুত আবেদন করুন ◈ ফজলুর রহমানের পদ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর ◈ মহাখালীতে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের, তীব্র যানজট ◈ রাজবাড়ীতে মাজারে তাণ্ডব, যা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নেতাদের বেশি তেল মাইরেন না, জনগণের আশা পূরণে কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থাইল্যান্ডে শ্রম সংকট: বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা ◈ বাড়িতে হা-মলা, যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (ভিডিও) ◈ রিসোর্ট থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্তি আইজিপি শামসুদ্দোহা

প্রকাশিত : ০২ জুন, ২০২৫, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজেটে ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি, রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বাংলাদেশে  টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা জিডিপির ২৫ শতাংশের মতো।

বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা জানান, পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহ করবে বলে প্রস্তাব করা হয়েছে। বাকি ৬৫ হাজার কোটি টাকা আসবে অন্যান্য উৎস থেকে।

প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এ ঘাটতির ১ লাখ ২৫ হাজার কোটি টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে বৈদেশিক উৎস হতে।

সরকারি ব্যয়ের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা। সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা। বিদ্যুৎ ও সার খাতে ভর্তুকির জন্য বরাদ্দ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা।

এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ‘এই বাজেট দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। একইসঙ্গে বৈদেশিক চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনভাবে ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়