শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বিএসই‌সির ২১ কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মোহা. রশীদুল আলম, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান, উপপরিচালক কাজী মো. আল ইসলাম, উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদ হাসান, সহকারী পরিচালক মো. জনি হোসেন, সহকারী পরিচালক মো. রায়হান কবির, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক মো. আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী ও ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু ইউসুফ ।

মামলার আসামির বাইরে আরো যে ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. নানু ভূঁইয়া, সহকারী পরিচালক মো. আমিনুল হক খান, তরিকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা সমির ঘোষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়