শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের রিজার্ভ বেড়ে ১৯ বিলিয়নের ঘরে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) ও রপ্তানি আয়ের ওপর ভর করে বেড়েছে এই রিজার্ভ।  

আইএমএফের হিসাব অনুযায়ী, এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে ১৯ দশমিক ২০ বিলিয়ন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, মোট রিজার্ভ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আছে।

এদিকে  চলতি মাস ডিসেম্বরে বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঋণ পেলে ডিসেম্বরের মধ্যেই রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। তখন রিজার্ভ ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম৬ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত এক মাসে প্রবাসী আয় ও রপ্তানি আয় বেড়ে যাওয়ায় ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে রিজার্ভ।

রিজার্ভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ‘রিজার্ভ চলমান প্রক্রিয়া। একবার কমবে, আবার বাড়বে। তবে এখন প্রবাসী আয়ের প্রবাহ বেশ ইতিবাচক, রপ্তানি আয় বেড়েছে। আশা করছি, শিগগিরই ২০ বিলিয়ন ডলারে রিজার্ভ উন্নীত হবে।’ উৎস: এনটিভি অনলাইন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়