শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৭ তম সভা অনুষ্ঠিত

মাসুদ আলম : আনসার-ভিডপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০৭ তম সভায় বাহিনী প্রধানের অন্যতম বার্তা:  ব্যাংকের নামের "উন্নয়ন" শব্দটিকে বিস্তৃত করতে হবে তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে যেখানে আনসার ভিডিপি ক্লাব সমিতি হবে সকল কার্যক্রমের প্রাণকেন্দ্র।

১৯৯৫ সালে একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং  ১৯৯৬ সালের ১০ জানুয়ারি এটির কার্যক্রম শুরু হয়। 

মঙ্গলবার  অনুষ্ঠিত সভায় বাহিনীর মহাপরিচালক মহোদয় দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নতুন কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই কার্যক্রমের একটি অন্যতম অংশ হলো ব্যাংকের সাথে ভিডিপি ক্লাব সমিতিগুলোকে প্রত্যক্ষ ভাবে সম্পৃক্ত করা। আনসার-ভিডিপি ক্লাবসমূহ থাকবে আনসার ভিডিপি কো অপারেটিভ সোসাইটির (আভিকো) তত্ত্বাবধানে, যেখানে জেলা কমান্ড্যান্টগণ ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাগণ ক্লাব পরিচালনার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

আনসার-ভিডিপি ক্লাবসমূহ তৃণমূল পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি কার্যকরী ভূমিকা রাখবে। ক্লাবের সদস্য হিসেবে থাকবে আনসার-ভিডিপি সদস্য ও সদস্যারা, যারা ক্লাব কার্যক্রমের মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ক্লাবের সদস্যদের দ্বারা পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র প্রকল্পের জন্য সহজ শর্তে গ্রুপ লোন প্রদান করবে। এই ঋণ সুবিধার মাধ্যমে সদস্যরা তাদের গ্রুপ ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করতে পারবেন, যা ঋণ পরিশোধের হারকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে। এছাড়া, লাভজনক প্রকল্প থেকে অর্জিত লভ্যাংশ ব্যাংকে পুনরায় গচ্ছিত করার মাধ্যমে সদস্যরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি ব্যাংকের আমানতও বৃদ্ধি পাবে।

এছাড়া, ক্লাব পরিচালনায় প্রশাসনিক কার্যক্রমের সুশৃঙ্খল, নীতিমালা ভিত্তিক  তদারকির ফলে লোন বিতরণ ও কিস্তি আদায়ের প্রক্রিয়া আরও কার্যকর হবে। এর ফলে, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

পরিচালক পর্ষদের এই সভায় বিশেষায়িত ব্যাংক হিসেবে ব্যাংকের সুনির্দিষ্ট বৃহৎ গ্রাহক ও প্রান্তিক পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের জন্য বিভিন্ন কার্যকর কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনগুলোতে সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে আরো বেশি জোরালে ভূমিকা রাখার জন্য বাহিনী প্রধান এবং বর্তমান চেয়ারম্যান দিকনির্দেশনা প্রদান করেন। 

সভায় উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম,  উপমহাপরিচালক (প্রশিক্ষণ); ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়